আজকাল ওয়েবডেস্ক:আর পাঁচ জন ক্রিকেটারের মতোই তাঁরও মূল মন্ত্র, লড়াই, লড়াই এবং লড়াই।
প্রত্যন্ত জেলার ক্রীড়াবিদরা ভোর হওয়ার আগেই লোকাল ট্রেনে চেপে চলে আসেন কলকাতায়। নেমে পড়েন ময়দানে। চলে লড়াই আর লড়াই।
দিল্লি ক্য়াপিটালসের তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলের কাহিনিও সেরকমই। ভোররাতে উঠে ট্রেনে চেপে কলকাতায় আসতেন। করেছেন লাগাতার পরিশ্রম।
বাংলা থেকে এবারের আইপিএলে একমাত্র রিটেন হওয়া অভিষেক পোড়েল নজর কাড়ছেন মেগা ইভেন্টে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শনিবার খেললেন ২০ বলে ৩৩ রানের ইনিংস।
দিল্লির ওপেনার জেক প্রেজার ম্যাকগার্ড খাতা না খুলেই ফিরে যান। তার পরে লোকেশ রাহুল ও অভিষেক পোড়েল দিল্লির ইনিংস গোছানোর কাজ করেন। মুকেশ চৌধুরীর ওভারে ১৯ রান নেন তিনি। সেটিই ছিল ম্যাচের দ্বিতীয় ওভার। অভিষেক আরও উজ্জ্বল হয়ে ধরা দেবেন।
২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন পোড়েল। সেই বছর খুব বেশি সুযোগ তিনি পাননি। পরের বছরও পোড়েলকে সুযোগ দেয় দিল্লি। সেই বছর বাংলার ক্রিকেটার ৩২৭ রান করেন।
এই বছর চার কোটির বিনিময়ে অভিষেক পোড়েলকে রিটেন করা হয়। নিজের নামের প্রতি সুবিচার করছেন অভিষেক। তাঁর জীবন জুড়েই সংগ্রাম।
লকডাউনের সময়ে আর্থিক সমস্যায় পড়েছিলেন। ধার করে ফেলেছিলেন টাকা। কিন্তু মরিয়া লড়াই করে গিয়েছেন। সেই লড়াই অভিষেক পোড়েলকে শক্তি দিয়েছে। সেই কারণেই মাঠে নিজেকে উজাড় করে দিচ্ছেন বাংলার ছেলেটা।
