আজকাল ওয়েবডেস্ক: এপ্রিল শুরু হতে না হতেই বেড়েছে গরম। এই তীব্র গরমে প্রায়ই অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। জেনে নিন পাঁচ ধরনের অসুস্থার সম্পর্কে যা সাধারণত গ্রীষ্মকালে বেশি মাত্রায় হয়।
ডিহাইড্রেশন: স্বাভবিকভাবেই সকলেরই গরমকালে অতিরিক্ত পরিমানে ঘাম হয়। যার জেরে ঘন ঘন ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা যায়।
সমাধান: ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হল প্রচুর পরিমানে জল খেতে হবে।
হিট স্ট্রোক: গ্রীষ্মকালে সূর্যের অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোকের সম্ভবনা বেড়ে যায়।
সমাধান: দুপুর ১২- ৪ টে অবধি দরকার ছাড়া বের হবেন না। এইসময় সারাদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকে। আর যদি কোনও গুরুত্বপূর্ণকাজে একান্তই বের হতে হয়। সেক্ষেত্রে অবশ্যই ঢিলা জামা পড়া এবং ছাতা ব্যবহার করা উচিত।
খাদ্যে বিষক্রিয়া: গরমকালে খাবরে জীবানু্র পরিমাণ বেড়ে যায়। যার কারণে বাইরের খাবার এক প্রকার বিষের সমতুল্য হয়ে ওঠে।
সমাধান : পচনশীল খাবার সবসময় সঠিকভাবে ফ্রিজে রাখুন। খাওয়ার আগে ফল এবং সবজি ভালো করে ধুয়ে নিন। রাস্তার খাবার বা অনেক দিন ধরে ফেলে রাখা খাবার এড়িয়ে চলুন।
ত্বকে দানা এবং সান বার্ন: এই সময় সূর্যের আলোতে ত্বকের ক্ষতি হয়। এমনকি অনেকের ফুসকুড়ির সমস্যও দেখা দেয়।
সমাধান: গরমকালে দিনের বেলা কম পক্ষে ৩০+ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সকলেরই গা ঢাকা জামা পরা উচিত।
অ্যালার্জি এবং সংক্রমণ: ধুলোবালির কারণে অনেকের নানা ধরনের অ্যালার্জি হয়। গরমকালে ত্বকে ফাঙ্গাল সংক্রমণ হতে দেখা যায়।
সমাধান: এর একমাত্র সমাধান হল পরিস্কার পরিচ্ছন্ন থাকা।
