আজকাল ওয়েবডেস্ক: শপিং মলের দোকানে ঢুকেই ক্রেতাকে দেখে হেসে ফেললেন দোকানের কর্মীরা। এরপর ওই তরুণী যা করলেন তাঁদের সঙ্গে। তা নিয়ে সমাজমাধ্যমে শুরু জোর চর্চা। এমনকি ওই তরুণীকে পড়তে হয়েছে নেটিজেনদের তোপের মুখে।
কিন্তু কী এমন ঘটল? ঘটনা সম্পর্কে তরুণী নিজেই মুখ খুলেছেন। সম্প্রতি ওই তরুণীর কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি গোটা ঘটনাটির বিবরণ দিয়ে বলেন, শপিং মলে একটি দোকানে ঢুকে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি। তরুণীর অভিযোগ, দোকানটিতে প্রবেশ করার সময়ই তাঁকে দেখে হেসে ফেলেছিলেন দোকানের কর্মীরা। ভিডিওতে তরুণী দর্শকদের ওই দোকানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এরপর আরও একটি ভিডিওতে ওই তরুণী ঘটনার বাকি অংশ জানান, তাঁকে দেখে দোকানের কর্মীরা হাসছিলেন, সেই সময় তিনিও মেজাজ হারিয়ে পাল্টা দোকানের কর্মীর গায়ে কফি ছুড়ে দেন। ঘটনাচক্রে সেই কফি ছিটে যায় তাঁর দিকেও।
তরুণীর এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়। এক ব্যক্তি লিখেছেন, এ ধরনের মানুষদের শপিং মলে ঢুকতে দেওয়াই উচিত নয়। আরও এক ব্যক্তি ওই তরুণীকে ‘পাপা কী পরী’ বলে কটাক্ষ করে বলেন, তিনি হয়তো ভেবেছেন যা চান তাই করতে পারবেন।
