মিল্টন সেন, হুগলি : শুরু হল চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্ৰুপ পাবলিক স্কুলের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার চুঁচুড়া ধরমপুর ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। জানা গেছে প্রথম দিন জুনিয়র গ্ৰুপ থেকে পঞ্চম শ্রেণী এবং শুক্রবার দ্বিতীয় দিনে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়।
