আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী দেবিশা যাদবের সঙ্গে রামমন্দির পরিদর্শনে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। লখনউয়ের একানা স্টেডিয়ামে পরের আইপিএলের ম্যাচ খেলবে মুম্বই। তার আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করলেন সূর্যকুমার। ৩৪ বছর বয়সী এই ব্যাটার চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের আট উইকেটের জয়ী ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

 

মাত্র ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার ৯ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বিশেষ করে আন্দ্রে রাসেলের বলে ফাইন লেগের উপর দিয়ে মারা তাঁর অবিশ্বাস্য ছয় নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন ৪১ বলে অপরাজিত ৬২ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে সূর্যকুমারের দুর্দান্ত শটটি বিশেষভাবে নজর কেড়েছে। ম্যাচ শেষে রিকেলটন জানিয়েছেন, কেকেআর উইকেটকিপার ও দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি ককের সঙ্গে তিনি এই শট নিয়ে আলোচনা করেছিলেন।

 

সূর্যকুমারের ব্যাটিংয়ের দুঃসাহসিকতায় মুগ্ধ হয়েছেন কেকেআরের ক্রিকেটাররাও। তবে শুধু দুর্দান্ত ইনিংস নয় গত ম্যাচে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটে ৮,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার মতো তারকাদের সঙ্গে একই তালিকায় নাম লিখিয়েছেন তিনি। এবার দেখার বিষয় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আসন্ন ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারেন তিনি।