আজকাল ওয়েবডেস্ক: বলিউড পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করার কয়েকদিন পর, অভিযোগকারিণী এক নাটকীয় মোড় এনে দাবি করেছেন যে, তিনি আসলে একটি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
সনোজ মিশ্রার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি ভিডিওতে ওই নারী দাবি করেন, তিনি তার অভিযোগ প্রত্যাহার করেছেন এবং তাকে ভুল বুঝিয়ে মামলা দায়ের করতে বাধ্য করা হয়েছিল।
ভিডিওতে তিনি বলেন, "আমি সনোজ মিশ্রার সঙ্গে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমায় কাজ করছিলাম। সিনেমার শুটিং শেষ হওয়ার পর, কিছু লোক আমাকে উসকানি দিতে শুরু করে। এই সময়েই মনালিসা (মহাকুম্ভ খ্যাত অভিনেত্রী) সনোজ মিশ্রার সঙ্গে সংযুক্ত হন এবং তাদের কিছু ছবি ভাইরাল হয়। সেই সময়, কিছু লোক আমাকে মিথ্যে ছবি পাঠিয়ে বিভ্রান্ত করে এবং মানসিকভাবে এতটাই চাপে ফেলে যে, রাগের মাথায় আমি অভিযোগ দায়ের করি। পরে সত্যিটা জানতে পেরে আমি খুব অনুতপ্ত হই। কিন্তু যখন আমি আদালতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য হলফনামা জমা দিতে যাই, তখন আমাকে হুমকি দেওয়া হয়। আমাকে বলা হয়, ‘তোমাকে জেলে পাঠিয়ে দেব’।”
এছাড়াও, তিনি বলেন যে যদি তার কোনো ক্ষতি হয় বা তিনি আত্মহত্যা করতে বাধ্য হন, তবে তার জন্য ওয়াসিম রিজভি এবং আরও চারজন ব্যক্তি দায়ী থাকবেন। তার অভিযোগ, “এই ব্যক্তিরা একটি মেয়ের সম্মান নিয়ে খেলছে। আমি স্পষ্ট জানিয়ে দেওয়ার পরও তারা আমার এফআইআর সামাজিক মাধ্যমে ফাঁস করেছে এবং অন্যায়ভাবে কাউকে ফাঁসানোর চেষ্টা করছে। রাগের মাথায় আমি ভুল করেছি এবং তা সংশোধন করতে চেয়েছিলাম, কিন্তু তারা তা হতে দিচ্ছে না।"
প্রসঙ্গত, দিল্লি পুলিশ গত ৩০ মার্চ সনোজ মিশ্রাকে গ্রেপ্তার করে। ২৮ বছর বয়সী এক মহিলা তার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং তিনবার গর্ভপাত করানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ মার্চ ২০২৪ তারিখে অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত এবং হুমকির মতো গুরুতর ধারায় এফআইআর দায়ের করা হয়। মামলার বর্তমান অবস্থা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
