আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের অংশ, আগুন জ্বলছে দাউদাউ করে।  

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট কোনওক্রমে নিজেকে ইনজেক্ট অর্থাৎ বিমান থেকে বিচ্ছিন্ন করে নিলেও, খোঁজ নেই অপরজনের। সূত্রের খবর, আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড়েছিল।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পাইলটের খোঁজ শুরু করেছেন। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। 


স্থানীয়রা জানিয়েছেন আচমকা বিকট শব্দ পান তাঁরা, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিমানের দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।