আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার। কিন্তু বর্তমানে ভূমিকা বদলেছে। নেতৃত্বের দায়িত্বে নেই। প্রথম একাদশ থেকেও বাদ পড়েছেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা যাচ্ছে। দু'বছর আগেও মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। কিন্তু গতবছর থেকে এই ভূমিকায় দেখা যাচ্ছে হার্দিক পাণ্ডিয়াকে। তাঁর ডেপুটি সূর্যকুমার যাদব। পুরোপুরি চাপমুক্ত করে দেওয়া হয়েছে হিটম্যানকে। নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে পারবেন। সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে গত কয়েক বছরে ভূমিকা বদল নিয়ে খোলাখুলি কথা বলেন রোহিত।
তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে মুম্বই। শুরুটা মসৃণ নয়। তবে ফ্র্যাঞ্চাইজির কাছে এটা নতুন নয়। সাধারণত আইপিএলের শুরুটা ভাল হয় না পাঁচবারের চ্যাম্পিয়নদের। কিন্তু প্রতিবারই বাউন্স ব্যাক করে। প্রাক্তন মুম্বই অধিনায়কের ভূমিকা বদলেছে। কিন্তু মাইন্ডসেট একই আছে। দলের হয়ে সেরাটা দিতে চান। রোহিত বলেন, 'আমি শুরু করার পর থেকে এখনও পর্যন্ত অনেক কিছু বদলেছে। শুরুতে আমি মিডল অর্ডারে ব্যাট করতাম। এখন আমি ওপেন করি। আমি অধিনায়ক ছিলাম। এখন আমি নেই। আমাদের চ্যাম্পিয়ন দলের অনেক সতীর্থ বর্তমানে কোচিংয়ে চলে এসেছে। ভূমিকা বদলেছে। অনেক কিছুই বদলে গিয়েছে। কিন্তু মাইন্ডসেট একই আছে। আমি দলের জন্য যা করতে চাই, সেই মনোভাবে কোনও পরিবর্তন নেই। আমি দলের জন্য ম্যাচ এবং ট্রফি জিততে চাই। মুম্বই ইন্ডিয়ান্স এটার জন্যই পরিচিত। বিগত কয়েক বছরে আমরা ট্রফি জিতছি। এমন পরিস্থিতি থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছি, যা কেউ বিশ্বাস করতে পারেনি। এটাই মুম্বই ইন্ডিয়ান্স।' দলে নতুন সংযোজনদের নিয়ে আশাবাদী রোহিত। এবার মুম্বইয়ে যোগ দিয়েছেন মিচেল স্যান্টনার, উইল জ্যাকস, রিস টপলি এবং রিয়ান রিকেলটন। তারমধ্যে ইতিমধ্যেই উইকেটকিপার ব্যাটার নজর কেড়েছেন।
