সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান বারবার প্রমাণ করেছেন যে, তিনি শুধুমাত্র মিষ্টি প্রেমিকের চরিত্রেই আটকে নেই। দুষ্টু-মিষ্টি প্রেমিকের চরিত্রে অভিনয় শুরু করলেও, সময়ের সঙ্গে সঙ্গে তিনি গা ছমছমে, সিরিয়াস চরিত্রেও বাজিমাত করেছেন। তবে এ বছর ভক্তরা তাঁকে একদম অন্য অবতারে দেখতে পাবেন অনুরাগ বসুর পরবর্তী ছবিতে। প্রথমে ছবিটির নাম ছিল 'আশিকি ৩', তবে এখন শোনা যাচ্ছে এর নতুন সম্ভাব্য নাম 'তু মেরি জিন্দেগি হ্যায়'। এই ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন শ্রীলীলা।  ছবির শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে নেটপাড়ার বাসিন্দাদের!

 

সম্প্রতি গ্যাংটকের শুটিং লোকেশন থেকে দুটি ভাইরাল হওয়া ভিডিও দেখে কার্তিকের ভক্তরা হতবাক! প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিক ও শ্রীলীলা মঞ্চে দাঁড়িয়ে হাতে গিটার ধরে আছেন। এর আগে জানা গিয়েছিল, ছবিতে কার্তিক একজন গায়কের চরিত্রে থাকছেন, তবে শ্রীলীলা যে তাঁর ব্যান্ডের সদস্য, সেটি এই ভিডিওতেই প্রথম স্পষ্ট হলো। মঞ্চে 'তু মেরি জিন্দেগি হ্যায়' গানের এক নতুন ভার্সনের সঙ্গে কার্তিক লিপ সিঙ্ক করছেন, আর পরিচালক অনুরাগ বসু পিছনে দাঁড়িয়ে দর্শকে নির্দেশ দিচ্ছেন কী অভিব্যক্তি দিতে হবে তাঁদের। এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিয়েছে রণবীর কাপুরের 'রকস্টার' ছবির বেশ কিছু বিখ্যাত দৃশ্যের স্মৃতি।

 

কিন্তু নেটদুনিয়ায় সবথেকে বেশি চমক ছড়িয়েছে দ্বিতীয় ভিডিওটি, যেখানে মঞ্চেই বীভৎসভাবে কার্তিক একজনকে গিটারের আঘাতে মারছেন, তারপর তাঁকে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেন এবং নিজেও লাফিয়ে পড়েন! না, চমকে ওঠার কিছু নেই। পুরোটাই সিনেমার শুটিং। এই দৃশ্যটির নির্দেশ মঞ্চে ঠিক কার্তিকের পিছনে দাঁড়িয়ে দিচ্ছিলেন খোদ অনুরাগ বসু। 

 

ভাইরাল ভিডিও দেখে দর্শকদের প্রতিক্রিয়াও জমে উঠেছে। কেউ লিখেছেন, "এটা রকস্টার আর কবীর সিং-এর ককটেল মনে হচ্ছে!" আবার কেউ বলছেন, "আশিকী-এর সঙ্গে অ্যানিমাল-এর কম্বিনেশন, দারুণ লাগছে!" আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, " শুটিং থেকে এত দৃশ্য ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে পুরো সিনেমা আগেই দেখে ফেলব!"

তবে নিশ্চিতভাবে বলা যায়, কার্তিক আরিয়ানের এই নতুন রূপ বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তাঁর ফ্যানেরা। এবার শুধু অপেক্ষা, কবে মুক্তি পাবে এই ছবির ঝলক!