আজকাল ওয়েবডেস্ক: সোমবার পাথর প্রতিমায় বাজি বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে আট জনের। মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গুজরাটে বিস্ফোরণে উড়ে গিয়েছে আতশবাজি কারখানায়। মুহূর্তে লাফিয়ে বাড়ে মৃতের সংখ্যা। অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার গুজরাটের বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরের কাছে বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানকার জেলাশাসক জানিয়েছেন, সকাল পৌণে দশটা নাগাদ তাঁরা বিস্ফোরণের খবর পান। তৎক্ষণাৎ দমকল বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে, বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গিয়েছে ভয়াবহ আগুন। ১৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৪জন। পরে ওই চারজনেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।

তিনি আরও জানিয়েছেন, বাজি প্রস্তুতের সময়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যাঁরা কর্মরত ছিলেন, এবং সেখানে যাঁরা বসবাস করতেন, কারখানার একাংশ ভেঙে পড়ে, তাঁরাও গুরুতর আহত হন।