আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশে খেলবেন বিরাট কোহলি। দু’বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সিডনি সিক্সার্সের সঙ্গে। অর্থাৎ একই দলে খেলবে দেখা যাবে বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে। মঙ্গলবার সকালে সিডনি সিক্সার্স কর্তৃপক্ষ এই টুইট করার পরেই তুমুল উত্তেজনা তৈরি হয়।
পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তিন বার বিগ ব্যাশ জয়ী ফ্রাঞ্জাইজি জানিয়ে দেয়, এটা এপ্রিল ফুল ছাড়া আর কিছুই নয়।
১ এপ্রিল মঙ্গলবার সকালে সিডনি সিক্সার্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছিল, ‘কিং কোহলি! বিরাট কোহলি সরকারিভাবে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিডনি সিক্সার্সের হয়ে।’ এই পোস্টের কয়েক ঘণ্টা পরেই ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়, ‘এপ্রিল ফুল’।
প্রসঙ্গত, বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোহলি সহ ভারতীয় ক্রিকেটাররা দুটি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটাররা (পুরুষ) একমাত্র অবসরের পরেই অন্য দেশের লিগে খেলতে পারবেন।
তবে এটা ঘটনা, অস্ট্রেলিয়ায় কিন্তু টি২০ ক্রিকেটে বিরাটের রেকর্ড বেশ উজ্জ্বল। ১৬ ইনিংসে করেছেন ৭৪৭ রান। রয়েছে ন’টি অর্ধশতরান। তবে অস্ট্রেলিয়ায় যে আর বর্ডার গাভাসকার ট্রফি খেলতে যাওয়া হবে না বিরাটের সেটা একপ্রকার জানিয়েই দিয়েছেন তিনি। তবে একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে পারেন। কারণ অক্টোবরে ভারত যাবে অস্ট্রেলিয়ায়। খেলবে তিন ম্যাচের একদিনের সিরিজ। রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজও। তবে বিরাট এখন আর আন্তর্জাতিক টি২০ খেলেন না।
