আজকাল ওয়েবডেস্ক: টিকিট নিয়ে নাকি রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদ এমনই অভিযোগ করেছে। আর এই অভিযোগ করা হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। কমপ্লিমেন্টারি টিকিটের এতটাই বেশি চাহিদা নাকি ক্রিকেট সংস্থা করছে, যে মাথায় হাত ফ্রাঞ্চাইজি কর্তাদের।
 
 গোটা ঘটনাটি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কানে পৌঁছেছে। তিনি গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছেন। এবং বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছেন। এমনকী হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি।
 
 সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নাকি জানিয়ে দিয়েছেন, গোটা ঘটনায় যদি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। ওই সূত্রে বলা হয়েছে, ‘রাজ্য ভিজিল্যান্স প্রধানকে নাকি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য। যদি সংস্থার আধিকারিকরা দোষী প্রমাণিত হন সেক্ষেত্রে কড়া শাস্তির নিদান দিয়েছেন।’
 
 হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই বিষয়টি বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানিয়েছে। যেখানে ফ্রাঞ্জাইজি দাবি করেছে, অতিরিক্ত কমপ্লিমেন্টারি টিকিটের জন্য নাকি রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। এমনকী এই বিষয়ের দ্রুত নিষ্পত্তি না হলে হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি অন্য রাজ্যে হোম ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। 
 
 জানা গেছে, অতিরিক্ত টিকিটের দাবি জানিয়ে সানরাইজার্সের একটি ম্যাচে মাঠের একাংশ বন্ধ করে রেখেছিল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। এই ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি চিঠি লিখেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সি জে শ্রীনিবাস রাওকে। 
 
 এদিকে, ঘটনার দায় অস্বীকার করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। এইচসিএ সভাপতি এ জগন মোহনের বক্তব্য, এরকম কোনও দাবি নাকি করা হয়নি। 
