আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ সরকার আজ (১ এপ্রিল) থেকে উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর এবং মাইহর-সহ রাজ্যের ১৭টি ধর্মীয় শহর এবং গ্রাম পঞ্চায়েতে মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত ২৪শে জানুয়ারি লোকমাতা অহল্যাবাঈয়ের শহর নামে পরিচিত মহেশ্বরে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

যে শহরগুলিতে মদ নিষিদ্ধ করা হল তার মধ্যে রয়েছে, উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর, মন্ডলেশ্বর, ওরছা, মাইহর, চিত্রকূট, দাতিয়া, পান্না, মন্ডলা, মুলতাই, মন্দসৌর এবং অমরকন্টক। এছাড়াও, কিছু গ্রাম পঞ্চায়েত অঞ্চলেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রামায়ণী কুটি আশ্রম মহন্ত রাম হৃদয় দাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। মধ্যপ্রদেশ সরকারকে আমাদের শুভেচ্ছা। তবে এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। আমরা আশা করি সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়িত হবে।"

পদ্মশ্রী বি কে জৈন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "এটি ভবিষ্যতে ভালো ফলাফল দেবে। আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তবে এটি কেবল সরকারের দায়িত্ব নয়, জনসাধারণের সকলকে এর জন্য সহযোগিতা করতে হবে। আমার পরামর্শ হল যে, চিত্রকূটের জন্য মধ্যপ্রদেশ সরকার যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, উত্তরপ্রদেশ সরকারও চিত্রকূটের জন্য এটা করুক। তবেই মদ নিষিদ্ধ করা সম্ভব হবে।"

মহামণ্ডলেশ্বর শান্তি স্বরূপানন্দ জি মহারাজ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, উজ্জয়িনকে 'সপ্তপুরী' (সাতটি পবিত্র শহর) এবং ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বাবা মহাকালের আবাসস্থল হিসেবে গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। তিনি তাঁর আগের পরামর্শ তুলে ধরে উজ্জয়িনকে ‘পবিত্র তীর্থ’ ঘোষণা করার দাবি জানিয়েছেন। উজ্জয়িন শহরে মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।

স্বরূপানন্দ জি মহারাজ বলেছেন, "প্রতি ১২ বছর অন্তর এখানে সিংহস্থ মহাকুম্ভের আয়োজন করা হয়। সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন। আমি আগেই বলেছিলাম যে উজ্জয়িনীকে পবিত্র তীর্থ ঘোষণা করা উচিত, যার অর্থ মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করা হবে। এখন যেহেতু প্রথম পদক্ষেপ করা হয়েছে এবং মদ নিষিদ্ধ করা হয়েছে, এটি মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি স্বাগত পদক্ষেপ। এটি অনেক আগেই করা উচিত ছিল। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত উজ্জয়িনীকে পবিত্র তীর্থ ঘোষণা করা এবং মদ ও মাংসের দোকান উভয়ই নিষিদ্ধ করা উচিত।"