আজকাল ওয়েবডেস্ক: আচমকাই প্রসাব বেদনা ওঠে ১৩ বছরের বালকের মায়ের। যন্ত্রনায় কাতর মা’কে দেখে, পরিস্থিতি সামলাতে বালক নিজেই এগিয়ে আসে।এমনকী বালক তাঁর মাকেও প্রসব করতে সাহায্য করেই বলেই খবর।
ঘটনাটি চিনের। বাড়িতে অন্তঃসত্ত্বা মায়ের সঙ্গে একাই ছিল বালক। সেইসময় অসুস্থ হয়ে পড়ে তাঁর মা।এমনকী বেরিয়ে আসে শিশুর মাথাও। মায়ের শারীরিক অবস্থা ভালো ঠেকে না তাঁর। তড়িঘড়ি সে জরুরি পরিষেবা’র সঙ্গে ফোন মারফত যোগাযোগ করে এবং মায়ের শারীরিক পরিস্থিতির সম্পর্কে জানায়। তবে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠতে দেখে চিকিৎসকের আসার অপেক্ষা করেনি ওই বালক। নিজের কাঁধেই মাকে প্রসব করানোর দায়িত্ব তুলে নেয় সে।
এরপর সে ফোনেই বিশেষজ্ঞদের থেকে প্রসব সম্পর্কিত পরামর্শ নেয়। মাকে প্রসব করতে সাহায্য করে। অ্যাম্বুলেন্স পৌঁছানো অবধি বালকটি তাঁর মা এবং নবজাতক শিশুর স্বাস্থ্যের দিকে নজর রাখে। কিছুক্ষণ পরে স্বাস্থ্যকর্মীরা তাঁদের ঠিকানায় পৌঁছায়। মহিলা এবং শিশুকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা এবং শিশু দুজনেই স্বাস্থ্য ভাল আছে বলেই খবর।
ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বালকের সাহস দেখে তার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বিষয়টি ভালভাবে দেখেন নি। কারণ হিসাবে তাঁরা কমেন্টে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা মহিলাকে বাড়িতে একা রেখে ঠিক করেননি স্বামী। মহিলার স্বামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
