আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর বিভিন্ন অংশে এমন অনেক প্রাণী রয়েছে যাদের কাজ দেখে অবাক হতে হয়। ঠিক এমনই একটি পাখি রয়েছে যে নিজের চোখ বন্ধ করেও দেখতে পায়।
এই পাখির নাম গ্রেট পোটো। মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায় এই পাখি। এর স্বভাব অনেকটা পেঁচার মতো। তবে অবাক করা বিষয় হল এই পাখি চোখ বন্ধ করেও দেখতে পায়। এর সারা দেহে হাল্কা বাদামি রঙের পালক থাকে। ফলে গাছের সঙ্গে এরা মিশে থাকতে পারে। দিনের বেলা এরা নড়াচড়া করে না। তখন দেখলে মনে হবে ঠিক যেন গাছের একটি ডাল।
তবে রাত হলেই এদের কাজ শুরু হয়ে যায়। ঠিক পেঁচার মতোই এরা রাতে শিকার করতে বের হয়। ছোটো পোকামাকড়, বাদুড়, পাখিদের অতি সহজেই কায়দা করে ফেলে এরা। আকারে খুব একটা বড় না হলেও নিজের থেকে বড় শিকারকে ধরতে পারে। চোখের পাতার মধ্যে খানিকটা করে কাটা অংশ থাকে। ফলে এরা ঘুমিয়ে থাকার সময়তেও এরা নিজের বিপক্ষকে দেখতে পারে। চোখ বন্ধ করার পরও এদের নজরে তাই সবই থাকে।
যেমনভাবে সন্তান হারালে মায়েরা যেমন কাঁদে ঠিক তেমনভাবেই রাতের বেলা গ্রেট পোটো চিৎকার করে। তাই রাতের বেলা এদের সামনে থাকা যথেষ্ট বিপদজনক। এরা নিজের জীবনে সমস্ত কাজই করে থাকে। সেখানে ডিম ফুটিয়ে বাচ্চা বের করে তাদেরকে বড় করে শিকার ধরার কৌশলও শিখিয়ে দেয়।
একবারে স্ত্রী পোটো একটি করেই ডিম দেয়। তারপর দুজনে মিলে ভাগ করে সেই ডিমকে যত্ন করে বড় করে তোলে। গবেষকরা জানিয়েছেন একটি গ্রেট পোটে ১২ থেকে ১৪ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে রাতে বের করার ফলে এদের সঠিক বয়স খানিকটা অনুমান করেই বলা হয়েছে।
চোখ বন্ধ করে দেখতে পাওয়ার এই ক্ষমতা গ্রেট পোটেকে সকলের থেকে আলাদা করেছে। প্রকৃতির এই বিস্ময় পাখিকে নিয়ে তাই গবেষকদের উৎসাহের অন্ত নেই।
