আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করার দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ। সেদেশের তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চাপানউতর চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি, হাদির হত্যায় দুই মূল সন্দেহভাজন মেঘালয় সীমানন্ত দিয়ে ভারতে পালিয়েছে। তবে ভারতীয় গোয়েন্দাদের তরফে খবর, এমন কোনও কিছুর সত্যতা এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে ওসমান হাদির হত্যার সঙ্গে যুক্তদের গ্রেফতার করে ন্যায়বিচারের আওতায় আনার দাবিও তুলেছে ইনকেলাব মঞ্চ। এই কাজের জন্য বাংলাদেশ সরকারকে ২৪ দিন সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।  

গতকাল (রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫) রাত পৌনে দশটা নাগাদ শহবাগে অবরোধ কর্মসূচি নেয় ইনকিলাব মঞ্চ। সেখান থেকেই চার দফা দাবি ঘোষণা করে ওই মঞ্চের মেম্বার সেক্রেটরি আবদুল্লা আল জাবের। এই দাবি ঘোষণা করার পর পরই অবরোধ তুলে নেওয়া হয়। তবে ওই সংগঠনের পক্ষ থেকে সোমবার আবার বেলা দু'টোর সময় সব হাদি-সমর্থকদের ঢাকায় জড়ো হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ শেখ হাসিনাকে ফেরৎ পাঠানোর দাবিকে আরও জোরালো করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা না হলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঞ্চ বলেছে যে, হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যায় জড়িত থাকা এবং বাংলাদেশে বছরের পর বছর ধরে দমন-পীড়নের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে দিল্লি থেকে ফেরৎ পাঠানো না হলে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করতে হবে।

সেই সঙ্গেই বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের কথা উল্লেখ করে সেদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলেরও আহ্বান জানায় ইনকেবাল মঞ্চ।

হাদির খুনি ভারতে পালিয়েছে বলে অভিযোগ:
হাদি মৃত্যুর পর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের দিকে আঙুল তোলা হয়েছিল। পরে ঢাকা পুলিশ দাবি করে যে, হাদি খুনে দুই অভিযুক্ত নাকি স্থানীয় সহযোগীদের হাত ধরে মেধালয়ের গারো হিলস অঞ্চলে প্রবেশ করেছে। শুধু তাই নয়, এই দুই অভিযুক্তকে ভারতের পক্ষ থেকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

পাল্টা কী দাবি?
যদিও এই দাবি একবারে উড়িয়ে দিয়েছে ভারতের গোয়েন্দারা। তাঁদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শরিফ ওসমান হাদির খুনিরা ভারতে আসেনি। এর কোনও প্রমাণ নেই। এই অভিযোগ 'ভিত্তিহীন' এবং 'ভ্রান্তিকর' বলেও জানানো হয়।

তারপরই আরও সরব হল ইনকেলাব মঞ্চ। পেশ করল চার দফা দাবি।