মিল্টন সেন,হুগলি: উপচে পড়ছে ভিড়। বাড়ির কাছে, হাতে হাতে পরিষেবা পেয়ে খুশিও হচ্ছেন উপভোক্তারা। মানুষের জন্য চালু করা হয়েছে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প। একইসঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে কারিগরি শিক্ষার প্রশিক্ষণের পাশাপাশি দক্ষতা উন্নয়ন দপ্তরের "আমার কর্ম দিশা" প্রকল্পের প্রচারে স্কুলে স্কুলে কুইজ আয়োজন করা হয়েছে। অষ্টম দুয়ারে সরকার প্রকল্পের অভূতপূর্ব সাড়া হুগলি জেলা জুড়ে। গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার প্রকল্পের প্রথম পর্ব, চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে উপভোক্তারা ফর্ম জমা করেছেন, এই সময়ে হওয়া শিবিরে। এরপর দ্বিতীয় পর্বে ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি হবে পরিষেবা প্রদান। আবেদন পত্র জমা হয়েছে ৪৪ হাজার ৭৯৩ জনের। একইসঙ্গে দুয়ারে সরকার শিবিরেই পরিষেবা পেয়েছেন ১৬ হাজার ১৯৯ জন। এবারে সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদন সবচেয়ে বেশি হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে ৩০ হাজার ৯৬৯ টি আবেদন জমা পড়েছে । এবারে প্রকল্প শুরুর দিন থেকেই মানুষের ভিড় নজরে পড়েছে প্রত্যেকটি ক্যাম্পে। জেলা প্রশাসন সূত্রে খবর , বিগত দুয়ারে সরকার শিবিরে যেমন উৎসাহ ছিল তার থেকেও বেশি উৎসাহ দেখা যাচ্ছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারে। বুধবার দুয়ারে সরকার শিবির হয় ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত, চন্দননগর খলিসানী গার্সল হাইস্কুলে। প্রকল্পের সুবিধা নিতে উপভোক্তারা সকাল থেকে শিবিরে যোগ দেন।