আজকাল ওয়েবডেস্ক: বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে গেলেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি নেমে এসে কথাও বললেন তাঁদের সঙ্গে। দিলেন প্রয়োজনীয় পরামর্শও। ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশ বুধবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে যান। চাকরিপ্রার্থীদের মূল অভিযোগ ছিল দিনের পর দিন কেটে গেলেও তাঁরা চাকরি পাচ্ছেন না। চাকরিপ্রার্থীদের মুখে তাঁদের সমস্যার কথা শুনে কাউকে ফোন করেন বিচারপতি গাঙ্গুলি। এরপরই চাকরিপ্রার্থীদের উদ্দেশে বিচারপতি বলেন, তাঁদের চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলাটি হাইকোর্টের অন্য এক বিচারপতির এজলাসে বিচারাধীন। এখনও ফায়সলা হয়নি। আদালতে তাঁদের হয়ে যে আইনজীবী লড়ছেন তাদের সঙ্গে এবিষয়ে কথা বলা উচিত। এরপর চাকরিপ্রার্থীরা তাঁকে বলেন, মামলার খরচ চালানোর সামর্থ্য নেই তাঁদের কাছে। একথা শুনে তাঁদের লিগ্যাল এইড সেলে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি।
