আজকাল ওয়েবডেস্ক:সমুদ্রে আজানা এক প্রাণীর সন্ধান মিলল। সেই প্রাণীটিকে নিয়ে সমাজমাধ্যম জুড়ে শুরু হয়েছে চৰ্চা। জেনে নিন প্রাণীটির সম্পর্কে…
মাঝ সমুদ্রে কী যেন ভাসতে দেখা যাচ্ছিল। দেখতে অনেকটা সামুদ্রিক প্রাণীর মতো যা নেটিজেনদের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। প্রাণীটি সমাজমাধ্যমে রীতিমত আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। ভয়ঙ্কর চেহারার সেই প্রাণীটিকে নিয়ে অনেকেই নেটপাড়ায় চিন্তা প্রকাশ করেছেন। কেউ কেউ ভিডিওটি দেখা মাত্রই আঁতকে উঠেছেন। এমনকি প্রাণীটিকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানা জল্পনা। শেষে, জানা গিয়েছে ওই প্রাণীটি বিরল প্রজাতির অক্টোপাস। প্রাণীটির আকৃতি লম্বাটে। গায়ের রং কালচে নীল বর্ণের। গভীর সমুদ্রে অবিরাম ভেসে বেড়াতে দেখা যাচ্ছিল অক্টোপাসটিকে।
নৌকে থেকে এক ব্যক্তি ওই প্রাণীটিকে ক্যামেরা বন্দি করেছিলেন। তারপরেই তা সমাজমাধ্যমে পোস্ট করা মাত্রই দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, প্রকৃতিতে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। আরও এক ব্যক্তি প্রাণীটির সৌন্দর্য এর সম্পর্কে বিবরণ দিয়েছেন। আবার অনেকে প্রাণীটির পরিচয় দিয়েছেন কমেন্ট বক্সে।
