শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৯ মার্চ ২০২৫ ২৩ : ৪৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে কার্যত কোণঠাসা করে চলতি আইএসএলের সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি। শনিবার তারা ঘরের মাঠে প্রথম নক আউট ম্যাচে মুম্বইয়ের দলকে ৫-০-য় হারায়। আইএসএলে এই প্রথম কোনও ম্যাচে পাঁচ গোল করল বেঙ্গালুরু। এই জয়ের ফলে আগামী ২ ও ৫ এপ্রিল সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ২০২২-২৩ মরশুমের রানার্স আপ দলটি।
এ দিন ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় না রেখেও আইএসএলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সবচেয়ে বড় জয় অর্জন করে বেঙ্গালুরু। ন’মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুরেশ সিং। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এডগার মেনডেজ। বিরতিতে এই দু’গোলেই এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি।
বিরতির পর রায়ান উইলিয়ামসের গোলে ৩-০ হওয়ার পর থেকেই ক্রমশ হতোদ্যম হয়ে পড়তে শুরু করে মুম্বই সিটি। ৭৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলের পর তারা পুরোপুরি হাল ছেড়ে দেয়। ফলে ৮৩ মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজের গোলের সময় মুম্বইয়ের রক্ষণ কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আইএসএলের নক আউট পর্যায়ে এত বড় ব্যবধানে জয় এই প্রথম। এর আগে ২০১৯-এ এফসি গোয়া ৫-১-এ হারিয়েছিল এই মুম্বই সিটি এফসি-কেই।
এ দিন বেঙ্গালুরু এফসি সারা ম্যাচে মোট ন’টি শটের মধ্যে ছ’টিই গোলে রাখে, যার মধ্যে চারটি থেকেই গোল অর্জন করে তারা। ১১টির মধ্যে চারটি শট গোলে রাখে মুম্বই। কিন্তু একটি থেকেও গোল পায়নি লিগ পর্বে ২৯ গোল করা মুম্বই সিটি এফসি।
এ দিন রায়ান উইলিয়ামসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সুরেশ। প্রথমার্ধের শেষ দিকে গোলমুখী রায়ান উইলিয়ামসকে বক্সের মধ্যে পিছন থেকে ফাউল করেন ভালপুইয়া। ফলে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। সেই পেনাল্টি থেকে চলতি আইএসএলের আট নম্বর গোলটি পেয়ে যান মেনডেজ।
বিরতির পর এক কাউন্টার অ্যাটাকে সুরেশের পাস থেকে বল পান রায়ান উইলিয়ামস। তিনি প্রথমে মেহতাব সিংকে পরাস্ত করেন এবং পরে গোলকিপার ফুর্বা লাচেনপাকেও ধোঁকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। এই গোলের ১৪ মিনিট পরে ৭৬ মিনিটের মাথায় পেরেইরা দিয়াজের কাছ থেকে বল পেয়ে সোজা গোলে শট নেন সুনীল ছেত্রী। হাওয়ায় গতিপথ বদলে বল গোলে ঢুকে পড়ে। এই প্রথম কোনও ভারতীয় ফুটবলার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দশ গোল করলেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও তাঁর দশ গোল রয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে আলবার্তো নগুয়েরার সাজিয়ে দেওয়া পাসে শেষ গোলটি করেন পেরেইরা দিয়াজ।
নানান খবর

নানান খবর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?