আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার আইপিএলের নিলামে মারাত্মক ভুল করল পাঞ্জাব কিংস। ভুল প্লেয়ারের জন্য বিড করলেন প্রীতি জিন্টারা। অ্যাসিলারেটেড রাউন্ডে ৩২ বছরের শশাঙ্ক সিংকে কেনে পাঞ্জাব। নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত প্যাডেল তোলেন পাঞ্জাবের কর্ণধার। নিলামের দায়িত্বে থাকা মল্লিকা সাগর প্লেয়ারদের পরবর্তী সেটে যাওয়ার পর নিজেদের ভুল বুঝতে পারে পাঞ্জাব। ফ্রাঞ্চাইজির কর্তাদের উদ্দেশে মল্লিকাকে বলতে শোনা যায়, "ভুল নাম ছিল? তোমরা প্লেয়ারকে চাও না? আমরা শশাঙ্ক সিংকে নিয়ে কথা বলছি। কিন্তু বিড শেষ হয়ে গিয়েছে। প্লেয়ার নম্বর ২৩৬ এবং ২৩৭ আপনাদের।" এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাঞ্জাবের আরেক কর্ণধার নেস ওয়াদিয়া। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন মল্লিকা। তিনি বলেন, "আমার মনে হয় ২৩৭ নম্বর প্লেয়ারের বিড শেষ হয়ে গিয়েছে।" একটি নির্দিষ্ট কারণেই নিলামের এই পর্বকে অ্যাসিলারেটেড নিলাম বলা হয়। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি নিজেদের কোটা পূর্ণ করার পর এই পর্বে ফিনিশিং টাচ দেয়। নিলামে প্লেয়ারদের নাম খুব দ্রুত ডাকা হয়। ফ্রাঞ্চাইজিগুলোকে তৈরি থাকতে হয়। এর আগে আইপিএলের নিলামে এই ধরনের ঘটনা ঘটেনি।
