আজকাল ওয়েবডেস্ক: নেপালে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থনে রাজতন্ত্র ফেরানোর দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল হিংসাত্মক রূপ নেয়। শুক্রবার কাঠমাণ্ডুতে সংঘটিত এই হিংসায় দুইজন নিহত এবং ১১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় বেশ কয়েকটি সরকারি ভবন ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয় এবং দোকানপাট লুট করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন টেলিভিশনের ক্যামেরাম্যান এবং একজন বিক্ষোভকারী ছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস, জলকামান, রাবার বুলেট এবং ফাঁকা গুলি চালায়। ১৪টি ভবন ও ৯টি সরকারী যানবাহন পুড়িয়ে দেয়া হয়। শুক্রবার বিকেলে সংঘটিত এই ঘটনায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হিংসাত্মক বিক্ষোভের পর নেপাল সরকার সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাঠমাণ্ডুর কিছু অংশে কারফিউ জারি করে।