আজকাল ওয়েবডেস্ক: লন্ডন-ভিত্তিক একটি প্রপার্টি ডেভালপার সংস্থা 'ব্যারেট লন্ডন'-এর প্রতিবেদন অনুসারে, ভারতীয়রা এখন লন্ডনে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, বংশ পরম্পরায় ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দা, অনাবাসী ভারতীয় (এনআরআই), বিদেশি বিনিয়োগকারী, শিক্ষার্থী এবং শিক্ষার জন্য অভিবাসী পরিবারগুলি এখন স্থানীয়দের তুলনায় লন্ডন-সহ ব্রিটেনের নানা শহরে সবচেয়ে বেশি সম্পত্তির অধিকারী।
এর আগে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে, লন্ডনের ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দারা ধীরে ধীরে শহরের সম্পত্তির মালিকদের বৃহত্তম গোষ্ঠীতে পরিণত হয়েছে। 'ব্যারেট লন্ডন'-এর প্রতিবেদনে রয়েছে যে, "লন্ডনে সম্পত্তির মালিকদের মধ্যে ভারতীয়রা সবচেয়ে এগিয়ে। যাঁরা বংশ পরম্পরায় ব্রিটেনে বসবাস করেছেন, এনআরআই, বিদেশি বিনিয়োগকারী, শিক্ষার্থী এবং শিক্ষার জন্য যুক্তরাজ্যে আসা পরিবারগুলি রয়েছে এই সম্পত্তি কেনার দলে।"
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, সম্মত্তি মালিকানার নিরিখে ভারতীয়দের পরেই রয়েছে ইংরেজ ও পাকিস্তানিরা। সমীক্ষা অনুসারে, ভারতীয়রা অ্যাপার্টমেন্ট এবং বাড়ি কেনার জন্য ৩০ মিলিয়ন থেকে ৪৭ মিলিয়নের মধ্যে বিনিয়োগ করছে।
প্রতিবেদনের ফলাফল সম্প্রতি BRICS News-এর মাধ্যমে এক্স-এ শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, "ভারতীয়রা এখন লন্ডনে সম্পত্তির মালিকদের মধ্যে বৃহত্তম, যারা ইংরেজদের চেয়েও সেদেশে হয়তো সংখ্যায় বেশি।" যা নিয়ে অনেক এক্স ব্যবহারকারীই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ভারতীয়দের বিশ্বব্যাপী প্রভাবের প্রশংসা করলেও অনেকেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেছেন। একজন ব্যঙ্গ করে লিখেছেন যে, "তোমাদের আবার উপনিবেশ স্থাপন করো।" একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, 'তাঁরা (ব্রিটিশ) একসময় অর্ধেক বিশ্বের মালিক ছিল এবং এখন তাঁরা অর্ধেকেরও কম লন্ডনের মালিক।'
