আজকাল ওয়েবডেস্ক: গত বছর থেকে ভূমিকা বদলেছে। এখন আর মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং নেই তাঁর হাতে। তাই সুযোগ পেয়েই অন্য স্টিয়ারিং হাতে তুলে নিলেন রোহিত শর্মা। জামনগরে টিম বন্ডিং সেশনে ব্যাট ছেড়ে নৌকার হুইল হাতে তুলে নিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে স্পিড বোট চালাতে দেখা যায় রোহিতকে। লাইফ জ্যাকেট পড়ে চালকের আসনে দেখা যায় হিটম্যানকে। তাঁর সঙ্গে ছিলেন তিলক বর্মা। এছাড়াও ছিলেন কয়েকজন সাপোর্ট স্টাফ। আইপিএলের ১৮তম সংস্করণে শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হারার পর জামনগরে নিজেদের মধ্যে সময় কাটায় মুম্বইয়ের ক্রিকেটাররা। 

গুজরাটের বিরুদ্ধে পরের ম্যাচে নামার আগে হাতে কিছুটা সময় হাতে আছে। কঠোর প্র্যাকটিসে ডুবে যাওয়ার আগে নিজেদের মধ্যে টিম বন্ডিং সেশন হয়। যা যথেষ্ট উপভোগ করেন রোহিত। মুম্বইয়ের প্রথম ম্যাচ প্ল্যান মাফিক এগোয়নি। চেন্নাইয়ের পিচে ছন্দে ছিল না ব্যাটাররা। শূন্য রানে ফেরেন রোহিত। খলিল আহমেদের বলে আউট হন। তবে বল হাতে মুম্বইয়ের আবিষ্কার বিগনেশ পুথুর। অভিষেকে তিন উইকেট তুলে নেন। মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচে নজর কাড়েন দীপক চাহারও। প্রথম ম্যাচে পাওয়া যায়নি হার্দিক পাণ্ডিয়াকে। গুজরাটের বিরুদ্ধে দলে ফিরবেন মুম্বইয়ের অধিনায়ক। তবে যশপ্রীত বুমরার খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। কবে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন, কেউই জানে না। বর্তমানে বেঙ্গালুরুতে রিহ্যাব সারছেন বুমরা।