সংবাদসংস্থা মুম্বই:
নেহার কান্না, দর্শকের কটাক্ষ!
ফের বিতর্কে নেহা কক্কর। সমাজমাধ্যমে হয়েছে ট্রোলিংয়ের ঝড়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গানের অনুষ্ঠানে হাজির হন নেহা। ততক্ষণে শো-তে হাজির দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙেছে। মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেওয়ার পর নেহা শুরু করেন নিজের 'ট্রেডমার্ক' কান্না। সেসব দেখেই খেপে যায় দর্শক। উড়ে আসে একের পর এক কটাক্ষ, কেউ বলে ওঠেন- ‘‘খুব ভাল অভিনয় হচ্ছে। নাটক কম করুন এটা ইন্ডিয়ান আইডল নয়।’’ তারপর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন তিনি।
খুন করতে চেয়েছিলেন কল্কি?
শরীর নিয়ে মন্তব্য করেছিল এক প্রযোজক। কল্কি কোয়েচলিনকে বলা হয়েছিল হাসির সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচারের সাহায্য নিতে। আরও ভাল করে বললে ‘ফিলার্স’। ওই প্রযোজকের সঙ্গে এক টেবিলে তখন খেতে বসেছিলেন অভিনেত্রী। হাতে ছিল কাঁটাচামচ। “শোনামাত্রই মনে হয়েছিল কাঁটাচামচ দিয়ে ওঁকে কুপিয়ে দিই। যাই হোক, কোনওরকমে নিজেকে সামলে মুখের উপর একটা জবাব দিয়েছিলাম” সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন খোদ কল্কি।
হানি-বাদশা কিসসা
হানি সিং-এর উপর তৈরি তথ্যচিত্র ‘ফেমাস’-এ কেন জায়গা পায়নি বাদশা ও হানির কুখ্যাত দ্বন্দ্ব? নির্মাতা মোজেস সিং জবাবে জানিয়েছেন তিনিও হানিকে এই তথ্যচিত্রের সময়ে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করেছিলেন। তবে হানি এই ব্যাপারটাকে আর গুরুত্ব দিতে নারাজ। মোজেসের কথায়, “হানির কাছে বিষয়টি এখন অনেক পুরনো হয়ে গিয়েছে। এ বিষয়ে ও আর কোনও উৎসাহ তো দূরের কথা, একটি শব্দও খরচ করতে নারাজ। বিষয়টি যতটা আলোচ্য হয়েছে তা স্রেফ সংবাদমাধ্যমের কল্যাণে। এইটুকুই।”
