আজকাল ওয়েবডেস্ক: ১৬ মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাক্ষাৎ। রাজ্যের বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ ১১ সাংসদ। নতুন সংসদ ভবনে বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে বৈঠক।
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে এর আগে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের সাংসদ থেকে বহু নেতা।এবার একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরুর আগেই মোদিকে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।