আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁকে না রাখায় দেশ জুড়ে আলোড়ন হয়েছিল। সেই মহম্মদ সিরাজ এবার সেই অধ্যায় নিয়ে মুখ খুললেন। 

বর্ডার-গাভাসকর ট্রফির পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সিরাজের। তা নিয়ে কম চর্চা হয়নি। সংবাদমাধ্যমে কালি খরচ হয়। সিরাজ অবশ্য সেই সময়ে মুখ খোলেননি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে সিরাজ বলেন, ''স্কোয়াডে আমি নেই, এটা জানার পরে গোড়ায় বিষয়টা হজমই হয়নি। দলের ভালর জন্য যা করার দরকার, সেটাই করেছিল রোহিত ভাই। রোহিত ভাইয়ের অভিজ্ঞতা রয়েছে। জানত ওই পিচে পেসারদের ভূমিকা খুবই সীমিত। স্পিনাররাই ওই পিচে কার্যকর হবে, এটা জানত। সেই কারণেই আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি।'' 

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় নিজের ফিটনেস নিয়ে খাটার সময় পেয়েছেন সিরাজ। নিজের বোলিং নিয়েও ঘাম ঝরিয়েছেন। সিরাজের উপলব্ধি, দীর্ঘ সময় ধরে খেলে চলেছেন তিনি। ফলে কী ভুল করছেন, তা চোখে পড়েনি। সিরাজ বলেন, ''খেলার সময়ে দোষ-ত্রুটি চোখে পড়ে না। প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে গিয়েছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গিয়েছি, এটাই বড় ব্যাপার।''