
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবার লন্ডনে পা রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শহরে পা রেখেই উঠেছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। সোমবার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের পূর্বে হাঁটতে বেরিয়ে পড়েন মমতা। শহরের নানা অংশে হেঁটে তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলেও।
একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লন্ডনের রাস্তায় হেঁটে বেরাচ্ছেন তিনি। সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ, নিরাপত্তা প্রধান পীযূষ পান্ডে, শিল্পপতি সত্যম রায়চৌধুরী এবং তাঁর পুত্র দেবদূত রায়চৌধুরী। বাকিংহাম প্যালের সামনে দিয়েও হেঁটে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই ভিডিও পোস্ট করে মমতা লিখেছেন, ''বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক রয়েছে বহু শতাব্দী ধরে। যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্য। গতকাল লন্ডনে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা এমন একটি শহরে পা রেখেছি যা কলকাতার মতোই তার অতীতের ভার বহন করে চলছে বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করে।'' মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ''দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আমি লন্ডনের কালজয়ী সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণ সময় নিয়েছিলাম। শহরটি একটি প্রাচীন বিশ্বের আকর্ষণকে তুলে ধরে, যা ইতিহাস এবং বিবর্তনের কথা বলে। এমন মূল্যবোধ যা বাংলাও তার হৃদয়ের কাছাকাছি ধরে রেখেছে।'' তাঁর সংযোজন, ''আমি ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর এবং আরও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।''
গত শনিবার তাঁর নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মমতা। রবিবার সেখানে পৌঁছেছেন তিনি। সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান ছাড়াও আগামী কয়েকদিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ২৫ মার্চের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে ম্যাঞ্চেস্টার সিটির।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে