সংবাদ সংস্থা মুম্বই: সুপারন্যাচারাল থ্রিলার ‘ওদেলা ২’-এ এক সন্ন্যাসিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাঁর মতো সুন্দরী, লাস্যময়ী ‘দুধসাদা’ গায়ের রং থাকা সত্ত্বেও এই চরিত্রে অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে, তামান্না আত্মবিশ্বাসের সঙ্গে পাল্টা জবাব চুপ করিয়ে দেন প্রশ্নকর্তাকে।
অভিনেত্রী পাল্টা বলে ওঠেন প্রশ্নকর্তাকে, “আপনি ‘দুধ সাদা সুন্দরী’ বলছেন আমাকে অথচ পাশাপাশি কেন আপনার মনে হল যে এমন সৌন্দর্য নিয়ে কেউ ‘শিব শক্তি’ হতে পারবে না? আপনার প্রশ্নেই মধ্যেই কিন্তু লুকিয়ে আছে উত্তর। অবশ্য পরিচালক আশোক তেজা এমন ব্যক্তি, যিনি সৌন্দর্যকে লজ্জার বিষয় বলে দেখেন না, বরং তা উদ্যাপন করেন। নারীর লাস্য, সৌন্দর্য উদ্যাপিত হওয়া উচিত এবং আমাদের নারীদের নিজেদের সৌন্দর্য ও শক্তিকে সম্মান করতে শেখা দরকার। তবেই তো অন্যরা আমাদের সম্মান করবে।”
এখানেই থামেননি তামান্না। তিনি আরও বলেন, “এখানে আমাদের একজন রুচিবান ও দৃঢ় মানসিকতার পরিচালক আছেন, যিনি নারীকে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করেন না। তিনি নারীদের দেবীর রূপে দেখেন—যাঁরা একইসঙ্গে আকর্ষণীয়, শক্তিশালী ও বহুরূপী হতে পারে।”
প্রসঙ্গত, ‘ওদেলা ২’-এ তামান্না শিবশক্তির ভূমিকায় অভিনয় করছেন, যিনি ওদেলা গ্রামে এসে এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন, যে পাঁচটি মৌলিক উপাদানকে নিজের আয়ত্তে আনতে চায়। যেখানে ‘ওদেলা রেলওয়ে স্টেশন’ ছিল একটি ক্রাইম থ্রিলার, সেখানে ‘ওদেলা ২’ খানিক অতিপ্রাকৃত গল্পের দিকে মোড় নিয়েছে। এই ছবিতে তামান্নার পাশাপাশি অভিনয় করেছেন হেবা প্যাটেল, বশিষ্ঠ এন. সিনহা, যুবা, নাগা মহেশ, বামশি, গগন বিহারি, সুরেন্দর রেড্ডি, ভূপাল ও পূজা রেড্ডি। ছবিতে নিজের অভিনীত চরিত্রটিকে দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য করার তাগিদে সাধু-সন্ন্যাসিনীদের চালচলন গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজেকে প্রস্তুত করেছেন তামান্না।
