আজকাল ওয়েবডেস্ক : রোজ কত কিছুই সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেরকমই একটি পোস্ট সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ক্যাব ড্রাইভার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর গাড়িতে উঠে কোনরকম 'অশ্লীল আচরণ' করা যাবে না।

অনেকেই ভাড়া করা গাড়িতে উঠে প্রিয়জনের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। যুগলদের সেই আপত্তিকর মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন ক্যাব চালকরা। স্বাভাবিকভাবেই বেশিরভাগ চালকই এতে বিরক্ত হন। গাড়ি চালানোর সময় মনোযোগ ভঙ্গ হয়। সেই ক্ষোভেই বহিঃপ্রকাশ দেখালেন বেঙ্গুলুরুর এক ক্যাব চালক। তিনি তাঁর গাড়িতে ওঠার জন্য যাত্রীদের উদ্দেশ্যে জারি করেছেন বিশেষ নিয়ম।  ওই চালক তাঁর গাড়িতে যুক্তি-সহ নিময়টি একটি কাজগে লিখে তা টানিয়ে রেখেছেন। ওই কাগজে যাত্রীদের উদ্দেশ্যে সাবধানবাণীতে ক্যাব চালক লিখেছেন, 'গাড়িতে ঘনিষ্ঠ হওয়া চলবে না।' এছাড়াও কড়া ভাষায় লেখা রয়েছে, 'এটা ক্যাব কোনও রুম অথবা ব্যক্তিগত জায়গা না। সুতরাং দূরত্ব বজায় রেখে শালীনভাবে শান্ত হয়ে বসুন।'

চালকের এই কীর্তি কোনও এক যাত্রী সমাজমাধ্যমে পোস্ট করতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। কমেন্টে অনেকেই ওই চালকের নিন্দা করেছেন। তবে কেউ কেউ আবার এই কাজকে সমার্থন করেছেন। এক ব্যক্তি লিখছেন, "চালকের নিশ্চই কোনও খারাপ অভিজ্ঞতা রয়েছে।" আরও এক ব্যক্তি লিখেছেন, "তিনি চালকের যন্ত্রণা বুঝতে পেরেছেন।"
আরও এক ব্যক্তি লিখেছেন, "তিনি চালকের যন্ত্রণা বুঝতে পেরেছেন। প্রায়ই যাত্রীরা ক্যাবে উঠে অশ্লীল কাজ করতে মরিয়া ওঠেন।"