আজকাল ওয়েবডেস্ক: ইডেনে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা আগে থেকেই জানানো হয়েছিল। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। যার ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আভাস পাওয়া যায় শুক্রবারই। বৃষ্টির জন্য মাঝপথেই প্র্যাকটিস বন্ধ হয়ে যায়। তাই অশনি সংকেত দেখতে শুরু করে শহরের ক্রিকেট ভক্তরা। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তারমধ্যে মাঝেমধ্যেই হচ্ছে হালকা বৃষ্টি। যা আশঙ্কা বাড়িয়েছে। তবে হওয়া অফিস যে আবহাওয়া আপডেট দিয়েছে, তাতে কিছুটা স্বস্তি পেতে পারে কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
জানা যাচ্ছে, সন্ধে ছ'টার পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর বৃষ্টির সম্ভাবনা কমবে। রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। যদিও আগের দিন পর্যন্ত ঠিক উল্টো শোনা গিয়েছিল। তবে যদি একটানা বৃষ্টি না হয়, তাহলে ইডেনে ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ, ভাল নিকাশি ব্যবস্থা। বৃষ্টি বন্ধ হওয়ার ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু করার বিষয়ে আশাবাদী সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। বৃষ্টির জন্য যদি শেষপর্যন্ত পুরো ম্যাচ না করা যায়, তাহলে আইপিএলের নিয়ম অনুযায়ী লিগের ম্যাচের জন্য এক ঘন্টা এক্সটেনশন উইন্ডো আছে। অর্থাৎ, রাত ১০.৫৬ পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ শুরু হতে পারে। খেলা রাত ১২.০৬ মিনিটের মধ্যে শেষ করতে হবে। তবে রাত এগারোটার মধ্যে যদি খেলা শুরু না করা যায়, সেক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে।
