নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই' টিআরপিতে ভালই ফল করে প্রতি সপ্তাহে। যদিও নায়িকা বদল হওয়াতে প্রথমদিকে অনেক দর্শক মুখ ফিরিয়েছিলেন ধারাবাহিক থেকে। তবে এখন গল্পের নিত্যনতুন মোড় বেশ আকর্ষিত করছে সিরিয়ালপ্রেমীদের।

 


গল্পের মোড়ে রোশনাই অন্তঃসত্ত্বা নয়, তার টিউমার ধরা পড়েছে। পরিস্থিতি জটিল হতে অপারেশন করতে হয় তাকে। এই কঠিন সময়ে আরণ্যককে কাছে পেতে চায় রোশনাই। কিন্তু গরিমা চক্রান্ত করে আটকে দেয় আরণ্যককে। 

 


এদিকে, সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে রোশনাইকে একেবারে রণচণ্ডী রূপ ধারণ করতে দেখা যায়। প্রোমোয় দেখা যাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়ে আরণ্যক। হাসপাতালের বেডে শুয়ে রোশনাইকেই খোঁজে সে। এদিকে, আরণ্যককে দেখতে রোশনাইকে যেতে দেয় না আরণ্যকের মা। তখন হাসপাতালে থাকা কালী মূর্তির ত্রিশুল নিয়ে আরণ্যকের মায়ের দিকে তেড়ে আসে সে। তার মধ্যে ফুটে ওঠে দেবী চণ্ডীর তেজ। বাড়ির অন্যরা রোশনাইয়ের এই রূপ দেখে তাকে প্রণাম করে। হঠাৎ কী হলো তার? আরণ্যককে কাছে পেতে এবার কি ভগবানের সহায় হবে সে?