আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল শুরুর আগেই ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। অন্তত প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক সঞ্জু স্যামসন। ২২ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। আর পরেরদিনই রয়েছে রাজস্থানের খেলা। 


ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সঞ্জু। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আঙুলে হয়েছিল অস্ত্রোপচারও। তারপর থেকে রিহ্যাবে ছিলেন তিনি। সূত্রের খবর, বিসিসিআই এখনও সঞ্জুকে ফিট ঘোষণা করেনি। 


এদিকে সঞ্জুর অনুপস্থিতিতে রাজস্থানকে নেতৃত্বে দেবেন রিয়ান পরাগ। তিনিই হতে চলেছেন আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক। 


তবে আঙুলে চোটের জন্য সঞ্জু এবার আইপিএলে উইকেটকিপিং করবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। হয়ত শুধু ব্যাটার হিসেবেই খেলতে দেখা যাবে এবার সঞ্জুকে। তবে কোন ম্যাচ থেকে তা জানা যায়নি। 

আপাতত জানা গেছে, ২৩ মার্চ হায়দরাবাদ (‌অ্যাওয়ে)‌, ২৬ মার্চ কেকেআর (‌হোম)‌, ৩০ মার্চ চেন্নাই সুপার কিংস (‌হোম)‌ ম্যাচে পরাগকে নেতৃত্ব দিতে দেখা যাবে। রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌ফ্রাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে রিয়ান পরাগের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার। ঘরোয়া ক্রিকেটে অসমকে নেতৃত্ব দিয়েছে পরাগ। বেশ কয়েক বছর ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্য পরাগ। টুর্নামেন্টের শুরুর কয়েকটা ম্যাচে তাই পরাগকেই দায়িত্ব দেওয়া হল।’‌