আজকাল ওয়েবডেস্ক: সমস্যা পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। লিওনেল মেসি-সহ একাধিক ফুটবলারকে আগেই হারিয়েছে নীল-সাদা জার্সিধারীরা।
এবার নতুন ধাক্কা। পেশির চোটে উরুগুয়ের বিরুদ্ধে হয়তো নামতেই পারবেন না লাউতেরো মার্টিনেজ।
উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে দু'ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। সেই দলে ছিলেন মার্টিনেজ। মেসি-দিবালারা সরে যাওয়ায় জাতীয় দলের দায়িত্ব অনেকটাই ছিল মার্টিনেজের উপরে। কিন্তু সেই তাঁরই ফিটনেস ঠিক নেই।
শনিবার উরুগুয়ের ঘরের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। ফেইনুর্ডের বিরুদ্ধে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামতে পারেনি মার্টিনেজ। পরে সেরি আ-তে আটলান্টার বিরুদ্ধে খেলেছিলেন মার্টিনেজ।
উরুগুয়ের বিরুদ্ধে হয়তো নামা হবে না তাঁর। যদিও জাতীয় দলের তরফে মার্টিনেজ সম্পর্কে কোনও আপেডট দেওয়া হয়নি।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দু'নম্বরে উরুগুয়ে।
