আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলের জার্সিতে আজ প্রত্যাবর্তন হতে চলেছে সুনীল ছেত্রীর। বুধবার শিলংয়ে মালদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক ফেন্ডলি খেলতে নামবে ভারতীয় দল। এই প্রথম মেঘালয়ের রাজধানীতে খেলবে জাতীয় ফুটবল দল। পরের সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়াফার খেলবে ভারত। তারই প্রস্তুতিস্বরূপ বাংলাদেশের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে মেন ইন ব্লুরা। শিলংয়ে প্রথমবার ভারতের সিনিয়র দল খেললেও, সেই উন্মাদনাকে ছাপিয়ে গিয়েছে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন। দেশের হয়ে ১৫২তম ম্যাচে নামবেন তারকা ফুটবলার। মানোলো মার্কুয়েজের অনুরোধে অবসর ভেঙে ফিরেছেন সুনীল। ম্যাচের কেন্দ্রবিন্দুতে তিনি।
শনিবার থেকে শিলংয়ে দলের সঙ্গে প্র্যাকটিস করছেন সুনীল। মালদ্বীপের বিরুদ্ধে খেলবেন। তবে প্রথম একাদশে থাকবেন না পরে নামবেন, সেই বিষয়ে খোলসা করেননি জাতীয় দলের কোচ। মানোলো বলেন, 'অবশ্যই সুনীল খেলবে। শুরু করবে না পরিবর্ত হিসেবে নামবে সেটা এখনও ঠিক করিনি। আমরা ছটা পরিবর্ত ব্যবহার করতে পারি। সুতরাং, ১৭ জন খেলতে পারবে। সুনীল তারই মধ্যে একজন হবে। চলতি মরশুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল সুনীলের। প্লেয়ারের বয়স ২০ না ৪০, না ৮৭, আমার দাদুর বয়সী, সেটা বিষয় নয়। কেউ ছন্দে থাকলে, জাতীয় দলে থাকবে। জাতীয় দল প্লেয়ার তৈরি করার জন্য নয়।এখানে তৈরি প্লেয়াররাই আসবে। ম্যাচ জিততে হবে। সেটা করতে হলে, যারা ছন্দে আছে তাঁদের ডাকতে হবে।' কোচ হওয়ার পর আগামী সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ মানোলোর। তার আগে দলের কম্বিনেশন দেশে নিতে চান স্প্যানিশ কোচ। মালদ্বীপ ম্যাচকে তার প্রস্তুতি হিসেবেই নিচ্ছেন।
