মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ১৭ মার্চ ২০২৫ ১৩ : ৩২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শুরুর আগেই শেষ উমরান মালিকের দৌড়। আইপিএলের বল গড়ানোর আগেই বড় সড় ধাক্কা নাইট শিবিরে। উমরানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স ৭৫ লক্ষের বিনিময়ে নিয়েছে চেতন শাকারিয়াকে।
গতবারের আইপিএলেও কেকেআর তাঁকে দলে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলেননি শাকারিয়া। এবারের নিলামে তিনি দল পাননি। কিন্তু শেষ মুহূর্তে উমরান মালিক ছিটকে যাওয়ায় চেতন শাকারিয়ার দরজা খুলে যায়।
তাঁর এই ক্রিকেট পরিক্রমা মোটেও ফুলের পাপড়ি বিছানো ছিল না। বরং তাঁর চলার পথ ছিল কণ্টকাকীর্ণ। সেই বন্ধুর পথ অতিক্রম করেই চেতন শাকারিয়ার উপরে এখন পাদপ্রদীপের আলো।
২০২০ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার ছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে ট্রায়ালও দেন তিনি। রাজস্থান রয়্যালস পরবর্তীকালে চেন্নাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ১.২ কোটি টাকার বিনিময়ে চেতন শাকারিয়াকে দলে নেয়।
নিলামের আগে ট্র্যাজিক ঘটনা ঘটে যায় শাকারিয়ার জীবনে। তাঁর ছোট ভাই আত্মহত্যা করেন। এই শোক সংবাদ শাকারিয়াকে দেওয়া হয়নি প্রায় ২ সপ্তাহ। সেই সময়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন চেতন। কিন্তু তাঁর মা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। একদিন ছেলে চেতনের সঙ্গে ফোনে কথা বলার সময়ে কান্নায় ভেঙে পড়েন মা। নিজের ছোটভাইয়ের আত্মহত্যার খবর শোনার পরে প্রায় ৭-১০ দিন চেতন শাকারিয়া কারওর সঙ্গে কথা বলেননি। মুখে পর্যন্ত কিছু তোলেননি।
গুজরাটের ভাবনগরের ছেলে চেতন শাকারিয়ার চোখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন সেই ছেলেবেলা থেকেই। তাঁর বাবা অটো চালক। ক্রিকেটে মন না দিয়ে লেখাপড়া ভাল করে করার পরামর্শ দেন। ছেলেকে বলেছিলেন, ''এসব বড়লোকের খেলা তোমার জন্য নয়।''
বাবার এহেন নিরাশাজনক মন্তব্যেও হতাশ হননি চেতন। ক্রিকেট মাঠ তাঁকে হাতছানি দিয়ে ডাকত। ১৭ বছর বয়সে চোটের শিকার হন তরুণ বোলার। সেই সময়ে তিনি জানতেন না রিহ্যাব কাকে বলে, জানতেন না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ক্রিকেট থেকে প্রায় ৭-৮ মাস সরে দাঁড়াতে হয় তাঁকে। সেই সময়ে শাকারিয়ার জীবনে আবির্ভাব ঘটে তাঁর মামার। তাঁর স্টেশনারি দোকান ছিল। চেতনের সঙ্গে তাঁর মামার অলিখিত চুক্তি হয়। মামার ব্যবসায় পার্টটাইম কাজ করবেন চেতন শাকারিয়া। তাঁর ক্রিকেট-খরচ বহন করবেন মামা।
এমআরএফ পেস ফাউন্ডেশনে ট্রায়ালের আগে পর্যন্ত তাঁর জুতো ছিল না। সেই সময় ভাবনগরের আরেক সিনিয়র ক্রিকেটার তাঁর পাশে এসে দাঁড়ান।
তাঁর নাম শেলডন জ্যাকসন। সৌরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের তারকা তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য তখন তৈরি হচ্ছেন জ্যাকসন। চেতন শাকারিয়া নিজের ফেলে আসা সময়ের কথা তুলে ধরেন এক সংবাদমাধ্যমে। তিনি বলেন, ''সেই সময়ে জ্যাকসন আইপিএল খেলছিল। আমার কাছে বড় প্লেয়ার বলে বিবেচিত হত শেলডন জ্যাকসন। আমাকে বলেছিল, যদি শেলডন জ্যাকসনকে আউট করতে পারি তাহলে আমাকে নতুন স্পাইক দেবে। কোচবিহার ট্রফিতে আমি অন্যের স্পাইক পরে খেলেছিলাম। শেলডন জ্যাকসন সেই সময়ে আমাকে নতুন স্পাইক দিয়েছিল। এমআরএফ অ্যাকাডেমিতে ওই স্পাইক নিয়ে গিয়েছিলাম আমি।''
জয়দেব উনাদকড়ের চোট চেতন শাকারিয়ার জন্য জায়গা করে দেয়। ২০১৮-১৯ মরশুমে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে শাকারিয়ার। অভিষেক ম্যাচে গুজরাটের বিরুদ্ধে পাঁচ-পাঁচটি উইকেট নেন। সেই মরশুমে ২৯টি উইকেট নেন তিনি। ২০২১ সালে ভারতের হয়ে অভিষেক ঘটেছিল চেতন শাকারিয়ার। এক ওয়ানডে ম্যাচে ২টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নেন।
এখনও পর্যন্ত চেতন শাকারিয়া তিনটি আইপিএল মরশুমে ১৯টি ম্যাচ খেলেছেন। ২০টি উইকেট তাঁর ঝুলিতে। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ঘটেছিল চেতন শাকারিয়ার। ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি। এবার তিনি খেলবেন কলকাতার হয়ে।
নানান খবর

নানান খবর

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

মোহনবাগানে রবসন! নেইমারের বিরুদ্ধে খেলা তারকার ঠিকানা হতে চলেছে কলকাতা

রোনাল্ডোর রোগে আক্রান্ত মেসি, ভক্তের উস্কানিতে পা দিয়ে মেজাজ হারালেন আর্জেন্টাইন মহাতারকা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া