আজকাল ওয়েবডেস্ক: আইপিএলকে টেক্কা দিতে অভিনব ভাবনা। বিনোদন ও ক্রিকেটের এক প্যাকেজ আইপিএল। এবার সেই আইপিএলের দৌরাত্ম্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নতুন এক ক্রিকেট লিগের ভাবনা। 

টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো সৌদি আরবে টি-টোয়েন্টি লিগ চালু করার ভাবনা নিল ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন বোর্ড মেম্বার তিনি। 

৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। 

আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের আলোচনাও চলছে বলে খবর। টেনিসে বছরে চারটি গ্র্যান্ড স্লাম হয়। সেই রকমই সৌদি আরবও বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন চারটি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও টুর্নামেন্ট হবে। ফাইনাল হতে পারে সৌদি আরবে। 

এই টি–টোয়েন্টি লিগের আসল লক্ষ্য হল অর্থ রোজগার ও ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ক্রিকেটের একচেটিয়া বাজার। ক্রিকেট কেবল সীমিত কয়েকটা দেশেই সীমাবদ্ধ। এই টুর্নামেন্টের উদ্দেশ্য হল, আর্থিকভাবে অপেক্ষাকৃত অস্বচ্ছল বোর্ডগুলোকে সাহায্য করা। 

কবে এই লিগের বল গড়াবে তা এখনও জানানো হয়নি। তবে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেতের প্রয়োজন হবে। ভারতীয় খেলোয়াড়রা যাতে খেলতে পারে, তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে রাজি করাতে হবে।