আজকাল ওয়েবডেস্ক: লোকসভা থেকে সাসপেন্ড করা হল অধীররঞ্জন চৌধুরী সহ বিরোধী পক্ষের ৩৪ সাংসদকে। সোমবার সকাল থেকেই উত্তপ্ত লোকসভা। পোস্ট অফিস সংক্রান্ত বিল পাশের পরেই কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। বারবার তাঁদের চুপ করতে বলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নিজেদের দাবিতে অনড় ছিলেন বিরোধী পক্ষের সাংসদরা। এরপরেই সাসপেন্ড করা হয় ৩৪ সাংসদকে।

কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছাড়াও এই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডিএমকে নেতা টিআর বালু, দয়ানিধি মারান। ৩৪ জনের মধ্যে ৩১ সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। লোকসভার স্পিকারের পোডিয়ামে উঠে স্লোগান দেওয়ার কারণে সাসপেন্ড করা হয়েছে কে জয়াকুমার, বিজয় বসন্ত এবং আব্দুল খালিককে। প্রিভিলেজ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে এই তিন সাংসদকে।