আজকাল ওয়েবডেস্ক: বেডরুমে নীরবতা বজায় রাখতে গিয়ে এক দম্পতির যৌন জীবন যেন বিব্রতকর নাটকে পরিণত হয়েছে!
সোমারসেটের বাসিন্দা লিডিয়া বার্কার (৩৪) এবং বিলি ব্রাউন (৪৪) একসময় বিছানায় দারুণ সময় কাটাতেন, সকাল, দুপুর ও রাত—যখনই 'মুড' আসতো! তবে তাঁদের প্রতিবেশীদের অভিযোগের বন্যায় সেই মধুর সময় প্রায় দূর অতীতে হারিয়ে গেছে। “আমরা যে খুব জোরে আওয়াজ করতে পারি, সেটা জানতাম না!”—মুচকি হেসে বললেন লিডিয়া। কিন্তু এরপর আসলো প্রতিবেশীদের সেই বিতর্কিত অভিযোগ: “আপনাদের যৌন জীবনের আওয়াজ শোনা যাচ্ছে!”
এক পর্যায়ে লিডিয়া এমনকি "গবস্টপার" পর্যন্ত করেছেন শীৎকারের আওয়াজ কমাতে! “বিছানায় নীরবতা বজায় রাখা তো আর চারটি খানি কথা নয়!”—হতাশাগ্রস্ত লিডিয়া বলছেন।
বিলির অভিযোগ, "অভিযোগের পর থেকে আমি যেন ছন্দ হারিয়েছি। আবার কেউ অভিযোগ করলে কী হবে সেই চিন্তাই করি!" নতুন বাড়িতে উঠেছেন বটে, তবে সেখানে এখন নতুন প্রতিবেশীদের অভিযোগের ভয়ে জোরে টিভি চালিয়েই সারতে হচ্ছে 'কাজ'!
তবুও প্রেম অটুট রয়েছে তাঁদের। বিলি কিন্তু কড়া অভিযোগ জানালেন—“আগের মতো বারবার করতে পাচ্ছি না, ভাই!"
