আজকাল ওয়েবডেস্ক : ভয়ানক কাণ্ড ঘটালেন ডেলিভারি এজেন্ট! এলেন না খাবর ডেলিভারি দিতে। খাবর নিয়ে নাকি পগারপার ডেলিভারি এজেন্ট। এমনই একটি ঘটনা নেটমাধ্যমে ভাইরাল। কাণ্ড দেখে অবাক হল নেটপাড়া।
খাবার অর্ডার দিয়ে অপেক্ষায় বসেছিল ক্রেতা কিন্তু ডেলিভারি এজেন্টের পাত্তা নেই। বেশ কিছুক্ষণ সময় কাটলে ক্রেতা ধৈর্য্য হারিয়ে ফেলেন। এরপর অ্যাপের গ্রাহক পরিষেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ক্রেতা। গ্রাহক পরিষেবার এক প্রতিনিধি তাঁকে জানান, তিনি বারবার ওই ডেলিভারি এজেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। ক্রেতা ওই প্রতিনিধিকে জিজ্ঞেস করেন, ডেলিভারি এজেন্ট তাঁর বাড়িতে আসছেন কি না? সঙ্গে তিনি প্রতিনিধিকে আরও বলেন যে, তিনি ডেলিভারি এজেন্টেকে কোনওভাবেই ট্রাক করতে পারছেন না। তখনি প্রতিনিধির তরফ থেকে একটি মজাদার উত্তর আসে। তিনি বলেন যে, ‘ডেলিভারি এজেন্ট খাবার নিয়ে পালিয়ে গিয়েছেন।’
অ্যাপ গ্রাহক পরিষেবার প্রতিনিধির সঙ্গে এই কথোপকথন ক্রেতা নিজেই নেটমাধ্যমে পোস্ট করেছেন। এরপরেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। পোস্টটির ক্যাপশানে লেখা ছিল, ডেলিভার এজেন্টে অর্ডার দেওয়া খাবর নিয়ে চম্পট। কমেন্টে নেটিজেন তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। একব্যক্তি তাঁর অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘এই ঘটনা তাঁর সঙ্গে দুবার ঘটেছে। যদিও তিনি পরিবর্তে আরেকবার অর্ডার করার সুযোগ পেয়েছিলেন। এতে সংস্থার কোনও দোষ নেই বলেও তার মতামত। আরেক ব্যক্তি লিখেছেন, ‘এই পোস্ট পড়ামাত্রই তিনি জোরে জোরে হেসে উঠেছেন।’
