আজকাল ওয়েবডেস্ক:‌ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ এক যুবকের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখতে এসে হেনস্থার শিকার হয়েছেন তাঁর বোন। এমনটাই অভিযোগ ওই যুবকের। তাঁদের সঙ্গে হওয়া গোটা ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও পোস্ট করেন ওই যুবক। নারীসুরক্ষা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

 ভিডিওতে ওই যুবক অভিযোগ করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত জেতার পরেই একদল যুবক আনন্দের চোটে আচমকাই ভিড়ের মধ্যে রকেট ফাটাতে শুরু করে। যুবকের কথায়, প্রায় তিনশো মানুষ তখন সেখানে উপস্থিত ছিলেন। আচমকাই তাঁর বোনের চোখে রকেটের ফুলকি ছিটকে এসে লাগে। এরপরই যুবক তাঁর বোনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁর বোন এক বান্ধবীর সঙ্গে হেঁটে বাড়িতে ফিরছিল। পিছনে তিনি গাড়ি করে আসছিলেন। তখনই একদল যুবক তাঁর বোনকে হেনস্থা করার চেষ্টা করে বলে অভিযোগ। যুবক দ্রুততার সঙ্গে তাঁর বোনকে গাড়িতে তুলে নেন। তখন দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙে গাড়ির কাচ। তিনি সেখান থেকে কোনওরকমে বোনকে নিয়ে বাড়ি ফিরে আসেন। যুবকের অভিযোগ, ধাওয়া করতে করতে তাঁদের বাড়ি অবধি পৌঁছে যায় দুষ্কৃতীরা। সেখানে এসেও তাঁদের গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ।