আজকাল ওয়েবডেস্ক: দুই শিশু খেলছে লাফদড়ি। ব্যাপক হইহই দু’ জনের মধ্যে। কিন্তু মোটা দড়ির মতো দেখতে ওটা কী? লাফদড়িতে দড়িই নেই। উল্টে মোটা সাপ। ভাইরাল ভিডিওর ঘটনায় তাজ্জব নেটপাড়া, কেউ কেউ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অস্ট্রেলিয়ার মধ্য কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত গ্রাম উরাবিন্ডায় এই ঘটনাটি ঘটেছে। রকহ্যাম্পটন থেকে প্রায় দুই ঘন্টা দূরে অবস্থিত এই গ্রাম। ভাইরাল ভিডিওতে সেখানকার শিশুদের হাসতে হাসতে সাপের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে, তাকে ধরে খেলতে দেখা যাচ্ছে। যিনি ভিডিও রেকর্ড করেছেন, তিনি ভিডিওতে বিষয়টি পরিস্কার করার জন্য, দড়ির বদলে শিশুরা কী ব্যবহার করছে তা জানতে চেয়েছেন বারবার।
ভিডিওতেই শোনা গিয়েছে, একজন বলছেন ওটা পাইথন। কেউ কেউ এতটা শুনেই চমকে উঠছেন। পাইথন? সাপ? অনেকেই প্রশ্ন করেছেন, শিশুরা যখন পাইথনকে নিয়ে খেলছিল, তখন পাইথন জীবিত ছিল, নাকি মৃত? অনেকেই কমেন্ট করেছেন নিচে। তাদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেছেন, যে ওই দুই শিশুর মধ্যেই কেউ হয়তো মেরে ফেলেছে পাইথনটিকে। অনেকে বন দপ্তর, পরিবেশ বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন।
