আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনবার দার্জিলিং লোকসভা আসনে জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে এই আসনটি ধরে রাখা কঠিন হবে দলটির জন্য বলে মনে করছেন বিজেপির ভোট ম্যানেজাররা।
কারণ দার্জিলিংবাসী মনে করেন, বর্তমান লোকসভা সদস্য রাজু বিস্তার অঞ্চলটির উন্নয়নে সেভাবে অবদান রাখতে পারেননি। বিজেপিও তা বুঝতে পেরেছে। এই পরিস্থিতিতে বিজেপির বাজি হতে পারেন প্রাক্তন পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
শ্রিংলা দার্জিলিংয়ের ভূমিপুত্র। আমেরিকা, বাংলাদেশসহ একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূতের ভূমিকা যোগ্যতার সঙ্গে পালন করেছেন তিনি। জি-২০ শীর্ষ সম্মেলন যাঁরা জড়িত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল হর্ষবর্ধন শ্রিংলা। তিনি সেই বিশাল কর্মযজ্ঞের মুখ্য কো-অর্ডিনেটর ছিলেন। তাই দার্জিলিংবাসীকে বিশেষ বার্তা দেওয়ার জন্য এই লোকসভা কেন্দ্রে শ্রিংলাকে বিজেপি প্রার্থী করতে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে এটা একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে।
গতবারের জয়ীদের নিয়ে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলোর মানুষজন কী বলছেন সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করেছে বর্তমান ক্ষমতাসীন দলটি। স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে, সেই রিপোর্ট অনুসারে বিজেপি নেতৃত্ব মনে করছেন দার্জিলিং আসনে রাজু বিস্তাকে আবার মনোনয়ন দিলে আসনটি হারানোর ঝুঁকি আছে।
পাহাড়ে শক্তি বেড়েছে তৃণমূলের। সেই জায়গা থেকে দার্জিলিং ধরে রাখতে বিজেপির বাজি হতে চলেছেন শ্রিংলা। ভূমিপুত্রের হাত ধরে আসনটি ধরে রাখার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে দলটি।