আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে দ্রুত শুরু হতে চলেছে টেসলার গাড়ি বিক্রির প্রতিষ্ঠান। এই কাজ চলছে দ্রুত গতিতে। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানকে ঘিরে এখন সকলের উৎসাহ তুঙ্গে।
মুম্বইতে ৪ হাজার স্কোয়ার একটি জায়গা ইতিমধ্যে নিয়ে নিয়েছে টেসলা। এটি নেওয়া হয়েছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে। সেখানেই ভারতে প্রথম শুরু হবে টেসলার গাড়ির শোরুম। এই প্রতিষ্ঠানের মালিক খোদ টেসলা কর্তা ইলন মাস্ক। এই জায়গাটির জন্য তিনি মাসে ভাড়া দেবেন ৩৫ লক্ষ টাকা। কাজ চলছে জোরদকমে।
ভারতের বাজারে দুটি স্থানকে বেছে নিয়েছে টেসলা কর্তা ইলন মাস্ক। তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বাজারে কাজ করতে হলে টেসলা কর্তা জানেন তাঁকে এখান থেকেই কর্মী নিয়োগ করতে হবে। টেসলার এই মহাযজ্ঞে প্রচুর ভারতীয়র জন্য চাকরির সুযোগ থাকছে। কোন কোন পদে এখানে তৈরি হবে কর্মসংস্থান তারই একটি খতিয়ান এখানে তুলে ধরা হল।
টেসলার লাগবে ভেহিকেল সার্ভিস, সার্ভিস অ্যাডভাইসর, পার্টস অ্যাডভাইসর, সার্ভিস টেকনিশিয়ান, সার্ভিস ম্যানেজার, টেসলা অ্যাজভাইসর, স্টোর ম্যানেজার, কাস্টমার সাপোর্ট অ্যাডভাইসর, সাপোর্ট সুপারভাইসর, কাস্টমার সাপোর্ট স্পেশালিস্ট, ইনসাইড সেলস অ্যাডভাইসর, কনজিউমার এনগেজমেন্ট ম্যানেজার, বিজনেস অপারেশনস অ্যানালিস্ট, ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট, অর্ডার অপারেশন স্পেশালিস্ট। যদি আপনি এই পদের যোগ্য হয়ে থাকেন তাহলে অতি সহজেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন।
এই সমস্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সেখান থেকেই ইন্টারভিউয়ের কল আসবে। গোটা বিষয়টি অনলাইনে করা হবে। খুব দ্রুত এবিষয়ে কাজে নেমে পড়বে টেসলা। প্রতিটি পদের জন্যেই থাকছে আকর্ষণীয় মাইনে। ফলে এখান থেকে প্রচুর যোগ্য ব্যক্তিরা চাকরি পাবেন এটাই মনে করা হচ্ছে।
ভারতের গাড়ির বাজারকে ধরতে চাইছে টেসলা। ফলে এখান থেকে এই প্রতিষ্ঠানের তৈরি করা ইলেকট্রিক গাড়ি বিক্রি করা হবে বলেই খবর। তবে এরফলে ভারতের অন্য গাড়ির বাজার কতটা প্রভাবিত হয় সেটাই এবার দেখার।
