আজকাল ওয়েবডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফির পর হাজার হাজার ভিউ হয়েছিল একটি ভিডিওতে। এরপরই ভিডিওটির সত্যতা যাচাই করার সময় তা ‘ফেক’ বলে জানা গিয়েছে। জেনে নিন সেই ভিডিওটির সম্পর্কে…

কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত বড় জয়লাভ করেছিল। তারপরেই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে অস্ট্রেলিয়ান এক ব্যক্তিকে ‘ভারত মাতা কী জয়’ বলে স্লোগান তুলতে দেখা যাচ্ছিল। ভাইরাল ওই পোস্টের ক্যাপশানে আবার লেখা ছিল, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় হারের পর অস্ট্রেলিয়ান এক ভক্তের প্রতিক্রিয়া’।  
অস্ট্রেলিয়ার হারের পর, সেদেশেরই এক ব্যক্তির ভারতকে সমর্থন করছে দেখে রীতিমত নেটপাড়া চমকে গিয়েছিল। ভিডিওটিতে হু হু করে বেড়ে গিয়েছিল ভিউ। কিন্তু ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু হয়  তদন্ত। তাতেই  জানা গিয়েছে, ওই ভিডিওটি আসলে ‘ফেক।’  

ভিডিওটি সম্পর্কে আরও খবর মিলেছে , আসলে ভিডিওটি অনেক পুরনো। ২০২১ সালে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের জয়ের সময়ে এক অস্ট্রেলিয়ান ব্যক্তি ভারতের হয়ে জয়ধ্বনি দিয়েছিল। সম্প্রতি সেই ভিডিওটি আবারও সমাজমাধ্যমে ঘুরছে বলেই খবর।