আজকাল ওয়েবডেস্ক: টি-২০ সিরিজের পর এবার একদিনের সিরিজেও থাবা বসাতে পারে বৃষ্টি। রবিবার প্রথম ম্যাচে নামার আগে দুই দলের ক্রিকেটারদের চোখ আকাশের দিকে। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল দুই দেশের মধ্যে প্রথম টি-২০। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। যার জেরে টি-২০ সিরিজ ড্র হয়। রবিবার জোহানেসবার্গেও সেই আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় সকাল দশটায় খেলা শুরু হওয়ার কথা। সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে সঠিক সময় ম্যাচ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটা সকালের দিকে। ১০ টার পর আবহাওয়ার উন্নতি হওয়ার কথা। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। সেক্ষেত্রে ম্যাচে কোনও প্রভাব নাও পড়তে পারে। বৃষ্টি নিয়ে আশঙ্কার মাঝেই বিশ্বকাপ ফাইনালের হার ভুলে আবার ৫০ ওভারের ম্যাচে ফোকাস করতে তৈরি ভারতীয় দল। কেএল রাহুলের নেতৃত্বে আজ শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। একদিন আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর জায়গায় দলে এসেছে আকাশদীপ। কিন্তু বাংলার পেসারের খেলার সম্ভাবনা কম। তিন পেসার হিসেবে খেলবেন মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং। দলে ফিরবেন সঞ্জু স্যামসন। থাকবেন রিঙ্কু সিংও। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে নজর কাড়েন কেকেআরের ব্যাটার। এবার ৫০ ওভারে নিজেকে মেলে ধরার পালা।