আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির প্রথম সপ্তাহ। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা, ছ’ বারের চেষ্টার পর, উৎক্ষেপণ করা হয়েছিল ইলন মাস্কের সপ্তম স্পেস স্টারশিপ। তবে উৎক্ষেপণের সাত মিনিটের মাথায় ধ্বংস হয়ে যায় তা। মাঝ আকাশেই ভেঙে পড়ে। তার প্রায় দু’ মাসের মাথায় অষ্টম মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু এবারেও মাঝ আকাশেই ভেঙে গেল স্বপ্ন।
উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং চলছিলই। তাতে দেখা গিয়েছে, উৎক্ষেপণের পরেই বন্ধ হয়ে যায় মহাকাশযানের ইঞ্জিন। মাঝ আকাশেই বিকট বিস্ফোরণ এবং তারপরেই বাহামাসের উপর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে তা। সূত্রের খবর, ভূ পৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার উচ্চতায় বিস্ফোরণের পর ভেঙে পড়ে মহাকাশযান।
লক্ষ্য চাঁদের জমিতে মানুষের পদার্পণ। আর চাঁদের ঘরে মানুষ পাঠাতেই গত কয়েকবছর ধরে পরীক্ষা নিরীক্ষা করছে এলন মাস্কের স্পেসএক্স। ২০২৩ থেকেই এই স্টারশিপ প্রকল্প চলছে। ইতিমধ্যে সাতটি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এবার ছিল অষ্টম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ।
সপ্তম স্টারশিপ ভেঙে পড়ার পর, বিপত্তির কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় মাস্ক নিজে জানিয়েছিলেন, ‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উড়ানের ইঞ্জিন ফায়ারওয়ালের উপরে গহ্বরে আমাদের অক্সিজেন/জ্বালানি লিক করছিল, যা ভেন্ট ক্ষমতার উপর অতিরিক্ত চাপ তৈরি করার জন্য যথেষ্ট । স্পষ্টতই পরবর্তীকালে লিকের জন্য অন্তত দু’ বার পরীক্ষা করা হবে।‘ আরও কী কী গ্রহণীয় পদক্ষেপ, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মাস্ক স্বপ্নের স্টারশিপ ভেঙে পড়ার পর লিখেছেন, ‘সফলতা অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত।‘
