আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফিরিয়ে আনলেন কোচ দোরিভাল জুনিয়র। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেখানে দেখা যাবে নেইমারকেও। নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে। খেলা চলাকালীন চোট পেয়ে ছিটকে যান তিনি। নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বেশ ভুগছে। ১৮ ম্যাচের মধ্যে ১২টি ম্যাচের শেষে তারা ১০ দলের গ্রুপে পঞ্চম স্থানে রয়েছে।
তবে, শীর্ষ ছ’টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যেখানে ব্রাজিল সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে। আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে এবং ২৬ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার(৭৯) গত মাসেই ঘোষণা দিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। সম্প্রতি, সান্তোসে ফেরার পর ১৪ মাসের মধ্যে প্রথম গোল পেয়েছেন নেইমার। গত রবিবার আগুয়া সান্তার বিরুদ্ধে সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সান্তোস যেখানে একটি গোল করেছেন নেইমার।
সান্তোসের হয়ে এটি তাঁর ২২৯ ম্যাচে ১৩৭তম গোল। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে সান্তোস ছেড়েছিলেন তিনি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারির শেষদিকে ব্রাজিলে ফেরেন নেইমার। ২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মান থেকে আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র পাঁচ ম্যাচ খেলার পরই উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর হাঁটুর চোট পান। যা তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছিল।
