আজকাল ওয়েবডেস্ক: গরু রক্ষার নামে হরিয়ানায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনার পর, ভয়াবহ শোক এবং ক্রোধে ভেঙে পড়েছেন এক ভক্ত,ভভার লাল। তাঁর ২৮ বছর বয়সী ছেলে সন্দীপকে গো-রক্ষকদের একটি দল নির্মমভাবে হত্যা করেছে। সন্দীপ এবং তাঁর সহকর্মী বলকিশন যখন লখনউয়ে দুটি গরু নিয়ে যাচ্ছিলেন, তখন হরিয়ানার পালওয়ালের কাছে তাঁদের উপর হামলা করা হয়। হামলাকারীরা লাঠি, তলোয়ার ও হাতুড়ি দিয়ে তাঁদের মারধর করে। সন্দীপের নিথর দেহ হজিউপুর গ্রামের কাছে একটি নর্দমায় ফেলে দেওয়া হয়। বলকিশন কোনোমতে পালিয়ে এসে পুলিশকে খবর দেন।

১০ দিনের দীর্ঘ তল্লাশি অভিযানের পর, ২ মার্চ সন্দীপের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরিবার এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ক্রোধের সঞ্চার হয়েছে, যারা নিজেরাও গরু রক্ষাকে ধর্মীয় কর্তব্য হিসেবে মানেন, কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড তাঁদের গভীরভাবে আঘাত করেছে।
এই ঘটনায় নিজেদের দূরত্ব বজায় রেখেছে বজরং দল।  এর আগে গো-রক্ষা নিয়ে যাবতীয় টার্গেট করা হত মুসলিমদের কিন্তু সাম্প্রতিক সময় হিন্দুদের ওপরেও আক্রমণ বাড়ছে ওই রাজ্যে। বেশিরভাগ ক্ষেত্রেই 'ভুল' করে হত্যা করা হয়েছে বলে সাফাই দিয়েছে গো-রক্ষা বাহিনী।