আজকাল ওয়েবডেস্ক: জামার রঙের সঙ্গে বদলে যাচ্ছে চোখের মণির রং। কখনও নীলচে আভা, কখনও আবার ধূসর, কখনও বা সবুজ। শিশুর চোখের মণিতে নানা রঙের ছোঁয়া। যা দেখার জন্য রীতিমতো উপচে পড়ছে গ্রামবাসীদের ভিড়। কিন্তু বারবার চোখের মণির রং বদলে যাওয়া কি সম্ভব?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দেড় বছরের শিশুটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। আর্শ নামের ওই শিশুটির চোখের মণির রং বদলে যায় জামার রঙের সঙ্গে। কখনও নীল, তো কখনও আবার খয়েরি রং। যে রঙের জামা পড়ে শিশুটি রোদে এসে দাঁড়ায়, তার চোখের মণিতে সেই জামার রঙের আভা থাকে।
পরিবারের আত্মীয়রা জানিয়েছেন, চোখ থেকেই আর্শের চোখের মণির রঙে এমন বদল দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে আর্শের নানা ভিডিও। আর্শের চোখের ভিডিও দেখে একাংশের নেটিজেনদেরও মত, তাঁর মণির রং বদলে যাচ্ছে। চিকিৎসকরা কী জানাচ্ছেন?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বারবার চোখের মণির রং পরিবর্তন কখনও সম্ভব নয়। এটি স্রেফ অপটিক্যাল ইলিউশন। যার কারণে আলোয় তার চোখের মণিতে নানা রঙের আভা দেখা যাচ্ছে।
